পরীক্ষার দীর্ঘ চার মাস পর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এর আগে, ফল প্রকাশে কয়েক দফা জোর প্রস্তুতিও নিয়েছিল পিএসসি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় তা সম্ভব হয়নি। জানা যায়, আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এতে জমা পড়ে মোট চার লাখ ৭৫ হাজার আবেদন।