টানা দ্বিতীয় ম্যাচে আধিপত্য দেখালো বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ২-০তে লিড স্বাগতিকদের। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের হয়ে থাকবে।
বুধবার ম্যাচ জয়ের পর সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে বোলাররা ছিলেন দুর্দান্ত। ব্যাটিংয়ে শুরুটা খারাপ হলেও মাঝে সাকিবের হাল ধরা, শেষটায় আফিফ-সোহান জুটির মুগ্ধতা, সব মিলিয়ে মাহমুদউল্লাহ রোমাঞ্চিত।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ বলেন, ‘এটা খুবই সুখের বিষয় যে, আফিফ ও সোহান ভালোমতো দাঁড়িয়ে গিয়েছিল। এবং শেষ পর্যন্ত দলকে নিয়ে গেছে। তারা দেখিয়েছে তাদের পরিপক্কতা।’
বোলারদের নিয়ে তিনি বলেন, ‘প্রথম কাজটি করে দিয়েছিল আসলে বোলাররা। অস্ট্রেলিয়াকে ১২০ রানে (হবে ১২১ রানে) আটকে রাখা খুবই দারুণ কাজ ছিল। সাকিব ব্যাট ও বল হাতে যা করেছে তা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বুঝিয়েছেন, কেন দলে তার এত গুরুত্ব।’
দ্রুত কয়েকটি উইকেট পড়ার পর চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এ প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘দ্রুত কয়েক উইকেট পড়ায় ড্রেসিংরুমে টেনশন বেড়ে গিয়েছিল সবার। কিন্তু আফিফ ও সোহান যা করেছে, তা ছিল বড় ধরনের স্বস্তি। বল হাতে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। শরিফুলও ভালো করেছেন। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’