সূচক ও লেনদেনে নতুন রেকর্ড গড়েছে দেশের পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনও। গতকাল পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল, ওষুধ ও বস্ত্র খাত। এ তিন খাতে ১ হাজার ১৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে প্রকৌশল ও বস্ত্র খাতে ৪০০ কোটি ও ওষুধ খাতে ৩৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক নিম্নমুখী ছিল। এর কিছু সময় পর সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। এরপর আবার উত্থান ও পতনের মাধ্যমে উত্থান অবস্থায় লেনদেন শেষ হয়। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ দশমিক শূন্য ৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৬ হাজার ৫৩৫ দশমিক ৮৭ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসউিটিক্যালস, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, তিতাস গ্যাস ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ১৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৯ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৪২৪ দশমিক ৬০ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৯ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে গতকাল ২ হাজার ৩৮৫ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪২৪ দশমিক ৬০ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার টাকা, যা আগের কার্যদিবসে ছিল ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৪২টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত ছিল ২৯টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৯৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৯৩ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৩৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৭ দশমিক ৬৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত। আর ৬ দশমিক শূন্য ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে জ্বালনি ও বিদ্যুৎ খাত।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, মালেক স্পিনিং লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ফু-ওয়াং সিরামিক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ও ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।
গতকাল এক্সচেঞ্জটিতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড, জেমিনি সি ফুড, সিমটেক্স লিমিটেড, মালেক স্পিনিং লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো লিমিটেড, ফার কেমিক্যাল লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড ও রহিমা ফুড লিমিটেড।
অন্যদিকে ডিএসইতে গতকাল সবচেয়ে বেশি দর কমেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, বিকন ফার্মাসিউটিক্যালস, জিবিবি পাওয়ার লিমিটেড, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফাস ফাইন্যান্স লিমিটেড।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১০১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫১৩ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৪১১ দশমিক ৯৬ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৮১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৯৫৭ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮০ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৫৮৬ টাকার।