লিওনেল মেসি ক্লাব বার্সেলোনাকে বিদায় জানানোর পর থেকেই নতুন ঠিকানা হিসেবে গণমাধ্যমে ভেসে আসে পিএসজির নাম। বিশ্বের দামী ফুটবলারদের একজন মেসি। তাই তাকে নেওয়ার সামর্থ্য পিএসজির মতো হাতেগুণা কয়েকটা ক্লাবেরই আছে। মেসিও যাচ্ছেন পিএসজিতে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবে মেসিকে পেতে হলে কিছু কাটছাঁট করতে হবে ফরাসি জায়ান্টদের।
চলতি মৌসুমের দল বদলে এখন পর্যন্ত চার ফুটবলারকে দলে ভিড়িয়েছে পিএসজি। তাদের মধ্যে আনাফ হাকিমি ছাড়া অন্য সবাইকে ফ্রিতে পেয়েছে তারা। মেসিকেও পাবে ফ্রিতে। কিন্তু দিতে হবে চড়া বেতন। তাইতো ক্লাবের ‘ওয়েজ বিল’ সীমার মধ্যে ধরে রাখার জন্য ১০ জন ফুটবলারকে ছেড়ে দিতে যাচ্ছে পিএসজি।
দি অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফারের জন্য আর্থিক সামঞ্জস্যতা করতে চায় পিএসজি। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডের কারণে বাণিজ্যিকভাবে লাভবান হবে তারা। তারপরও বেতন বিলের ভারসাম্যতা নিয়ে শঙ্কায় ফরাসি চ্যাম্পিয়নরা।
১০ জনের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি, রাফিনহা, আন্দের হেরেরা, আব্দৌ দিয়াল্লো, থিলো কেহের ও ইদ্রিসা গায়া। এখনই বিক্রি করতে না পারলে অন্তত লোনে বিভিন্ন ক্লাবে দিয়ে হলেও ভারসাম্য ঠিক রাখবে পিএসজি।
তবে মেসির বেতন ভাতা নিয়ে সংশয় নেই পিএসজির। ৩৫ কিংবা ৪০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত ক্লাবটি। এ ছাড়া মেসিকে প্যারিসে আনলে স্পন্সরদের কাছ থেকে কয়েকগুণ বেশি অর্থ পাবে তারা। জার্সি বিক্রি থেকেও আসবে বড় অঙ্ক।