রিমান্ড শেষ হওয়ায় আজ মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়া হয়েছে আলোচিত নায়িকা পরীমনিকে। এদিকে চিত্রনায়িকা পরীমনিকে দেখতে তার নানা শামসুল হক আদালতে হাজির হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান পরীমনির নানা শামসুল হক।
প্রসঙ্গত, ১৯৯২ সালের অক্টোবরে নড়াইলে জন্ম নেওয়া স্মৃতি খুব ছোটবেলায় মাকে হারান, একটু বড় হয়ে বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরে তার নানা শামসুল হক গাজীর কাছে। সেখান থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন পরীমনি। এরপর ছোট পর্দায় আবির্ভাব হয় তার, সঙ্গে চলে টিভি নাটকে অভিনয়। এরপর ঢাকাই সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।