স্পেন থেকে প্যারিসে পৌঁছার পর লিওনেল মেসিকে বীরোচিত অভ্যর্থনা দেওয়া হয়। বার্সেলোনা থেকে মঙ্গলবার ফ্রান্সের রাজধানীর উপকণ্ঠে লে বুরজে এয়ারপোর্টের পৌঁছানোর পর সমর্থকদের ‘মেসি, মেসি, মেসি’ স্লোগানে হাত নেড়ে জবাব দেন মেসি। এসময় তার পরা ছিল ‘দিস ইস প্যারিস’ লেখা সাদা টি শার্ট।
মেসির আগমন উপলক্ষ্যে রোববার থেকে এয়ারপোর্টের আশেপাশে ঘোরাফেরা করছেন পিএসজি সমর্থকরা। তাদের একজন ফ্লোবোর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটা অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে, একজন কিংবদন্তির আসছেন।
ফ্রান্সের স্থানীয় সময় মঙ্গলবার দিনের শুরু থেকেই চলমান গুঞ্জন আরও জোরালো হয়। ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানায়, পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মেসি। এর কিছুক্ষণ পরই তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতাকে বলেন, হ্যাঁ, মেসি আজই পিএসজির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবে।
বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিলেন মেসি।
নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।
২ বছরের চুক্তিতে পিএসজিতে গেলে ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।