শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতি : অনুসন্ধানে দুদক সচিবালয়ে অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক রিপোর্ট জাহিদ হোসেন চুন্নু’র মৃত্যুবার্ষিকী পালিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিখোঁজ ঢাবি শিক্ষার্থী ফিরে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘লজ্জা’ নাটকটি নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবির পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান ২০২৫ সালের স্পোর্টস ক্যালেন্ডার বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন : বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রেস সচিব আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি : আরশ খান চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২০ ও ২৭ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ২১ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নাইজেরিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ দাপুটে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর মাঠে নামছে বাংলাদেশ লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা দুর্নীতি প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান

কাউন্সিলরদের টিকার টোকেন পাচ্ছেন পরিচিতজনরা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

গণ‌টিকা কার্যক্রমের ৫ম দিন বুধবার পুরান ঢাকায় কেন্দ্রগু‌লো‌তে টিকার জন‌্য হাহাকার প‌ড়ে‌ছে। টিকা না পে‌য়ে লোকজন কেন্দ্রগু‌লো‌তে হট্ট‌গোল বাঁ‌ধি‌য়েছে।  স‌্যার স‌লিমুল্লাহ মে‌ডিকেল ক‌লেজ মিট‌ফোর্ড হাসপাতা‌লে ২ প্রবাসী শ্রমিক গ্রুপ টিকা নি‌তে এসে হট্ট‌গোল বা‌ধি‌য়ে দেয়। এক পর্যা‌য়ে উত্তেজনাকর প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌লে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে হাসপাতা‌লের উপ প‌রিচালক ডাঃ‌. মো. আলী হাবীব সেখা‌নে উপ‌স্থিত হ‌লে ওই শ্রমিকরা তার স‌ঙ্গে বাধানুবা‌দে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। প‌রে প‌রি‌স্থি‌তি শান্ত হয়। ত‌বে কোথাও স্বাস্থ‌্যবি‌ধির বালাই ছিল না। পুরান ঢাকার লালবাগ, বংশাল, সূত্রপুর, কামরাঙ্গীরচর ও মিট‌ফোর্ড হাসপাতাল ঘু‌রে এসব তথ‌্য পাওয়া গে‌ছে।

 

ডা. মোহাম্মদ আলী হা‌বিব যুগান্তর‌কে ব‌লেন, আমে‌রিকান মডার্নার টিকা নতুন ক‌রে কাউকে দেওয়া হ‌বে না-এমন এক‌টি চিঠি ইস‌্যু ক‌রে স্বাস্থ‌্য অধিদপ্তর। ওই খব‌রে টিকা গ্রহ‌ণের ম‌্যা‌সেজ না পে‌য়েও প্রচুর লোকজন সকাল থে‌কে ভিড় জমায়। ম্যাসেজপ্রাপ্ত লোকজ‌নের স‌ঙ্গে তা‌দের বাধানুবাদ হ‌লে আমরা হস্ত‌ক্ষেপ ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনি। প‌রে ম‌্যা‌সেজ প্রাপ্ত‌দেরই টিকা প্রদান করা হয় ব‌লে জানান তি‌নি।

এদি‌কে নগরীর প্রতি‌টি ওয়া‌র্ডে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর‌পো‌রেশ‌নের তত্বাবধা‌নে প্রতি‌দিন সা‌ড়ে তিনশ ডোজ টিক‌া দেওয়া হ‌চ্ছে। ওই টিকা কাউন্সিলর‌দের টো‌কে‌ন প্রাপ্ত‌দের‌কে দেওয়া হ‌চ্ছে। এতে কাউন্সিলর‌দের নিজস্ব লোকজন‌কে টো‌কেন দেওয়ার অভি‌যোগ উঠে‌ছে। ভিন্নমত কিংবা কাউন্সিলর‌ বি‌রোধী লোকজন টো‌কে‌নের জন‌্য গে‌লে তা‌ড়ি‌য়ে দেওয়া হ‌চ্ছে ব‌লে জানান ভুক্ত‌ভোগীরা।

ডিএস‌সি‌সির ৩২ নম্বর ওয়ার্ডের বাগদা শাহ লে‌নের বাপ্পী না‌মে একজন অভি‌যোগ ক‌রে ব‌লেন, কাউন্সিল‌রের কার্যল‌য়ে টো‌কেন আন‌তে গে‌লে তা‌কে ভোট না দেওয়ার অজুহা‌তে তা‌ড়ি‌য়ে দেওয়া হয়। তাছাড়া তার বি‌রোধী‌দের অনেককে টিকা প্রদা‌নের সময় তার স‌ঙ্গে ছবি তু‌লে ফেজবু‌কে পোষ্ট দেওয়ার শ‌র্তে টো‌কেন দি‌চ্ছেন তি‌নি। 

অভিযোগ অস্বীকার ক‌রে ডিএস‌সি‌সির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ. মান্নান ব‌লেন, প্রতি‌টি লে‌নে দা‌য়িত্বপ্রাপ্ত লোকজন র‌য়ে‌ছে। তারাই টো‌কেন দি‌চ্ছে।

নগরীর বি‌ভিন্ন ওয়ার্ডগু‌লো‌তে স্থা‌পিত টিকা কেন্দ্রগু‌লো‌তে দেখা গে‌ছে, সকাল থে‌কে নানা বয়সী লোকজন টিকার জন‌্য লাইনে দাঁড়া‌চ্ছেন। কিন্তু টিকা স্বল্পতায় তারা টিকা না নি‌য়ে ফি‌রে যা‌চ্ছেন। এমন অবস্থায় মান‌ু‌ষের মা‌ঝে টিকার জন‌্য এক ধর‌নের হাহাকার তৈ‌রি হ‌য়ে‌ছে।

ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর‌পো‌রেশন (‌ডিএস‌সি‌স) প্রধান স্বাস্থ‌্য কর্মকর্তা বি‌গ্রেডিয়ার জেনা‌রেল শরীফ আহমে‌দ যুগান্তর‌কে ব‌লেন, পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেওয়া হ‌বে। কাউকে হতাশ না হওয়ার অনু‌রোধ ক‌রেন তি‌নি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *