মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সার্কের পুনরুজ্জীবন করার আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা: শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা ‘খুবই কঠিন’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারী বর্ষণে উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে ৫০ জনের মৃত্য পাকিস্তানের হুঁশিয়ারি ভারতকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টে সেবা গ্রহীতার সহায়তায় হেল্পলাইনে দুই মাসে ৭২৩টি কল গ্রহণ আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি যা পেয়েছি, সেটাকে আমি সম্মান করি: শাহরুখ খান হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের দেশের সকল নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে: তারেক রহমান ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের ফলো-অন এড়িয়েছে সফরকারী বাংলাদেশ তিন শতাধিক ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলায় কাপঁলো ইসরাইল নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা দেবেন : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি ক্ষুধা-দারিদ্রের বিরুদ্ধে বৈশ্বিক জোটের মর্যাদাপূর্ণ সদস্য হলো বাংলাদেশ এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ নিরীহ কারো নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে : আইজিপি নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী আর্জেন্টিনার নতুন কোচ হচ্ছেন মাসচেরানো ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট ২০২৪ লরিয়েট সম্মাননা পেলেন জলবায়ু কর্মী সোহানুর রহমান কপ ২৯ : জলবায়ু অর্থায়ন নিয়ে সুবিচার দাবি উন্নয়নশীল দেশগুলোর বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া’র সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়

খেলা শুরু হওয়ার আগে পিএসজির রাজপুত্র লিওলেন মেসিকে দেখতে স্টেডিয়াম পূর্ণ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

পিএসজির খেলা এর আগেও দেখেছেন দর্শক। নেইমার আসার পর দর্শক সংখ্যা বেড়েছিল। আর বার্সেলোনা হতে লিওনেল মেসিকে নেওয়ার পর এই মুহূর্তে পিএসজি ফুটবল দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি দল। পিএসজির খেলা চলছে। গতকাল নিজেদের মাঠে পিএসজি ৪-২ গোলে স্ট্রাসবার্গের বিপক্ষে জিতেছে। এই ম্যাচে মেসি নেইমারের খেলার কথা ছিল না। তবে মেসি এবং অন্য যারা পিএসজিতে নাম লিখিয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটা আনুষ্ঠানিকতা ছিল। সেই খবরেই স্টেডিয়ামের টিকিট নিয়ে কাড়াকাড়ি। মুহূর্তেই সব সিট বিক্রি। খেলা দেখার জন্য নয়। মেসিসহ পাঁচ ফুটবলারকে বরণ করার অনুষ্ঠান হলেও সবার লক্ষ্য ছিল মেসি।

 

 

গোলকিপার দোন্নারুমা, ডিফেন্ডনার আশরাফ হাকিমি, ডিফেন্ডার সের্হিও রামোস, মিডফিল্ডার জিনি ভাইনালডুম, পিএসজির এই নতুন পাঁচ ফুটবলার একে একে এসে মাঠে ঢুকলে সবাই হাততালি দিয়ে বরণ করেন। কড়া নজর ছিল মেসি কখন ঢুকবেন। সবার আগে মেসি প্রবেশ করবেন মাঠে, এমন ধারণা থাকলেও পিএসজি তার রাজপুত্র মেসিকে মাঠে প্রবেশ করিয়েছেন সবার শেষে। মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে গগনবিদারি চিৎকার। লিও লিও বলে আকাশ ফাটিয়ে দিল ৫০ হাজারের বেশি দর্শক।

 

 

খেলা শুরু হওয়ার আগেই মেসির বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠান উপস্থাপক রাখা হয়েছিল। মাঠের ভেতরে খোলা মঞ্চ রাখা হয়। সেখানে একে একে পাঁচ ফুটবলার একই টিশার্ট গায়ে মঞ্চে দাঁড়ান। টিশার্টের বুকে পাঁচ জনের ছবি ছাপানো, ফরাসি ভাষায় লেখা ছিল দিস ইজ প্যারিস। খেলোয়াড়রা যখন মাঠে প্রবেশ করেন আতশবাজির স্ফুরণের মেসির দিকেই নজর ছিল

 

 

 

খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন অনুষ্ঠানের সঞ্চালক। তবে মেসির সঙ্গে কথা বলার সময় স্টেডিয়ামের দর্শক আরও বেশি সরব হয়ে উঠেন। গলা ফাটিয়ে মেসিকে অভ্যর্থনা জানান। মেসিকে প্রশ্ন করা হয়েছিল।

 

 

তার জবাবে মেসি স্প্যানিশ ভাষায় প্যারিসে ভালোলাগার কথা বলেছেন, ‘এখানে একটা সপ্তাহ কাটিয়ে দিলাম। দারুণ উপভোগ করছি। নতুন জীবনে এসেছি। মাঠে নামার জন্য মনটা ছটফট করছে। অনুষ্ঠান শেষে মেসি তার স্ত্রীকে নিয়ে নির্ধারিত স্থানে বসে খেলা দেখেন। মেসির পাশে ছিলেন পিএসজির আরেক ফুটবল তারকা নেইমার। দুই বন্ধু বেশ ভালোই খেলা উপভোগ করেছেন। বার বার হাস্যোজ্জ্বল দেখা দেখা গেছে দুজনকে। ৩-০ গোলে এগিয়ে থাকা পিএসজির জালে দুই গোল ফিরিয়ে দিয়ে স্ট্রসবার্গ ম্যাচে ফেরার সম্ভাবনা জাগালেও ম্যাচ খেলা হওয়ার চার মিনিট আগে পিএসজি চতুর্থ গোল করে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *