কাবুলে তালেবান বাহিনী প্রবেশের মুখে দেশত্যাগ করা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি হেলিকপ্টার ও গাড়িতে ভর্তি করে নগদ অর্থ সাথে নিয়ে গেছেন।
রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চারটি গাড়ি টাকায় পরিপূর্ণ ছিল। এছাড়া কিছু টাকা হেলিকপ্টারের পেছনের অংশে ভরা হয়েছিল।
তবে দেশত্যাগের আগে আশরাফ গনি বলেছিলেন, আফগানিস্তানের জনগণকে রক্তপাত থেকে বাঁচাতেই দেশত্যাগ করছেন তিনি।
দেশটির রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশেঙ্কো আরআইএকে জানিয়েছেন, তার চলে যাওয়ার ধরনকে একমাত্র পালানোর সঙ্গেই তুলনা করা চলে।