ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২১৪ জন, অন্যরা ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯ হাজার ৫৬৯ জন হাসপাতালে ভর্তি হলেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আট হাজার ৪১৫ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৬৭ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৪১ জন।
এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব ভবনে এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবন মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করা হচ্ছে।
শনিবারও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ ভবন মালিককে দুই লাখ ৭১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এসব স্থাপনায় মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পান ডিএনসিসির পরিদর্শকরা।