বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন শহীদদের নামে হবে দুই শতাধিক স্টেডিয়াম: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মানুষের জন্য লাভজনক এমন অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ২০২৫ সাল নাগাদ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে : সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্ণ -আইন মন্ত্রণালয়ে ১০০ দিনে গৃহীত কার্যক্রম সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক আজ উদীয়মান কণ্ঠশিল্পী সালমান রাজের জন্মদিন কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা বর্তমান সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরো তিনজন বাতিল নয় স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে : টিসিবির মুখপাত্র বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের স্বার্থ সংরক্ষণ করবে : তারেক রহমান গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই : তারেক রহমান ইসরাইল হামলা করলো লেবাননে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হলে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা সম্ভব : মির্জা ফখরুল  বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষকেরা চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছেন : অধ্যাপক ইউনূস গুম সংক্রান্ত কমিশনে ১,৬০০’র বেশি অভিযোগ জমা পড়েছে পরিকল্পনা কমিশন গঠন প্রধান উপদেষ্টার সঙ্গে ছয় সংস্কার কমিশন প্রধানের বৈঠক বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র নাটকের প্রদর্শনী বন্ধের কারণ জানালেন ডিজি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২২ নভেম্বর ঢাকায় আসছে আয়ারল্যান্ড নারী দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসিয়ানের সদস্য পদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চান নতুন নির্বাচন কমিশন গঠনে নাম চেয়েছে সার্চ কমিটি দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করার ও স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত লিগ্যাল এইড মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪০৩২০১ মামলায় আইনি সহায়তা প্রদান লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে রাষ্ট্র গড়ে তুলতে চাই : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তরুণরা বাংলাদেশকে নতুন করে পথ দেখিয়েছে: নাহিদ ইসলাম

আর্জেন্টিনার মহানায়ক মেসি-বরণ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের রবিবাসরীয় ফাইনালে স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে ফ্রান্সের বিপক্ষে মেসিদের জয় নিশ্চিত হতেই আর্জেন্টিনায় শুরু হয় বাঁধনহারা উদ্যাপন। রাস্তায় নেমে আসে লাখো মানুষ।

 

রাজধানী বুয়েনস এইরেসে সেই থেকে চলছে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উৎসব। থামার কোনো লক্ষণই নেই, দিন-রাত একাকার! সবাই অপেক্ষায় ছিলেন, বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে কখন দেশে ফিরবেন তাদের মহানায়ক লিওনেল মেসি ও তার সহযোদ্ধারা।

আর্জেন্টাইনদের সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে। আর্জেন্টিনায় তখন গভীর রাত। ৩৬ বছর পর জেতা বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরতে মেসিদের প্রায় ৩৬ ঘণ্টা লেগে গেলেও সমর্থকদের উৎসাহে তাতে একটুও ভাটা পড়েনি।

স্থানীয় সময় সোমবার রাত ২টা ৪০ মিনিটে মেসিদের বহনকারী এরোলাইনিয়াস আর্জেন্টিনাস ফ্লাইট ১৯১৫ বিমান যখন বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে রানওয়ে স্পর্শ করে, অপেক্ষমাণ জনতার সীমাহীন আনন্দ, উল্লাস দেখে কে! নীল-সাদা জনসমুদ্রে গর্জন ওঠে, ‘ভামোস আর্জেন্টিনা, ভামোস মেসি।’

স্বপ্নের সোনালি ট্রফি হাতে সবার আগে বিমান থেকে নেমে আসেন মহানায়ক মেসি ও কোচ লিওনেল স্কালোনি। তাদের পেছনে বিশ্ব জয় করা আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা।

বিশ্বকাপজয়ী বীরদের বিমানবন্দরেই উষ্ণ ভালোবাসায় বরণ করে নেয় লাখো মানুষ। দেশের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে মেসিদেরও যেন তর সইছিল না। ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ লেখা ছাদখোলা বাসে চড়ে উৎসবমুখর সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যায় আর্জেন্টিনা দল।

রাজধানীর মূল রাস্তাগুলো তখন পরিণত হয় জনসমুদ্রে। উৎসবকে পূর্ণতা দিতে আর্জেন্টিনায় কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সর্বস্তরের জনগণ তাই নীল-সাদা জার্সি গায়ে এবং আর্জেন্টিনার পতাকা হাতে উৎসবে শামিল হয়।

ছাদখোলা বাসে একটু পরপর বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরছিলেন খেলোয়াড়রা। প্রতিবারই উল্লাসে ফেটে পড়ে চারপাশ। ফোটানো হচ্ছিল আতশবাজি। ভোরের আলো ফোটার আগেই ড্রামের তালে তালে নেচে-গেয়ে হীরন্ময় এক স্বপ্নের পরিবেশ তৈরি করে সমর্থকরা।

ভক্তরা নেচেছেন রাস্তায়, মেসিরা বাসের ছাদে। এরমধ্যেই অল্পের জন্য বড় এক দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসিসহ আর্জেন্টিনার পাঁচ খেলোয়াড়। বাসের একপ্রান্তে ছাদের উপরে বসেছিলেন তারা।

হুট করেই সামনে চলে আসে বিদ্যুতের তার। দ্রুত মাথা নামিয়ে নেওয়ায় রক্ষা পান মেসিরা। তবে মাথায় সামান্য আঘাত পান পারেদেস। প্রথম দফা বাস প্যারেড শেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেরায় গিয়ে কয়েক ঘণ্টা ঘুমিয়ে নেন খেলোয়াড়রা।

সেখানেও মেসির বাহুডোরে ছিল বিশ্বকাপের সোনালি ট্রফি! ঘুম থেকে উঠে আবার সেই ছাদখোলা বাসে বুয়েনস এইরেসের বিভিন্ন রাস্তা ঘুরে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে উৎসবের কেন্দ্রবিন্দু ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে এসে উপস্থিত হন মেসিরা।

সেখানেই প্রায় ১০ লাখ সমর্থকের উপস্থিতিতে দেশকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া ফুটবল বীরদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। উৎসবের মঞ্চে মেসিদের উড়ন্ত চুমু আবেগের সমুদ্ধে ভাসিয়ে নিয়ে যায় আপামর জনসাধারণকে।

১৯৮৬ বিশ্বকাপ জিতে দেশে ফিরে দিয়েগো ম্যারাডোনারাও এভাবে ফুটবল-পাগল দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। তবে সেই উদযাপনে এমন উন্মত্ততা ছিল না। চরম অর্থনৈতিক সংকটে জেরবার আর্জেন্টাইনদের কাছে অনেক ভোগান্তির পর মেসির শেষ বিশ্বকাপে সোনালি ট্রফি দেখার মাহাত্ম্য তুলনারহিত।

উৎসবে শামিল হওয়া ৬৫ বছর বয়সি প্রকৌশলী রিকার্দো গ্রানফেলদ বলেন, ‘ছিয়াশির কথা আমার এখনো স্পষ্ট মনে আছে, কিন্তু অনেক ভোগান্তির পর এবারের বিশ্বকাপ জয় আরও বেশি স্পেশাল। এই জয়ের আবেগ সবাইকে ছুঁয়েছে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *