সাবিত ইবনে আতিক বগুড়া জেলার কাহালু উপজেলার রেড রোজ কিন্ডার গার্ডেন কেজি স্কুল থেকে ক্লাস টু (জুনিয়র সেকশন) সেকশনে উপজেলার মধ্যে ট্যালেন্টপুলে ১ম স্থানে বৃত্তি পেয়েছে। সাবিত ইবনে আতিক বগুড়া জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মোঃ আতিকুল ইসলামের ছেলে ; মাতা- মোছাঃ সুলতানা খাতুন। সাবিত এর রড়আব্বা-লেখক, গবেষক, সম্পাদক এবং একটি লিমিটেড প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ মিজানুর রহমান। সাবিত এর দাদা মোঃ সাইফুল ইসলাম দুলু ও দাদী মৃত গোলেনুর বেগম ও মোছাঃ দুলালী বেগম। সাবিত এর নানা মওলানা আলহাজ¦ আব্দুর রহমান,নানী মৃত নূরজাহান বেগম।
সাবিত এর স্কুলের প্রথম সময়ের ছবি
সাবিতের বৃত্তিতে খুশি হয়েছেন ও দোয়া করেছেন তার অন্যান্য দাদারা-মোঃ সিরাজুল ইসলাম বুলু, মোঃ আয়োনুল ইসলাম মুকুল, মোঃ শহিদুল ইসলাম বকুল, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম এবং দাদীরা। আরো খুশি হয়েছেন ও দোয়া করেছেন সাবিতের শিক্ষক-শিক্ষিকারা, বড় ফুফু সালমা খাতুন, রড়আব্বা-মেহেদী হাসান, রড়আম্মা, চাচা-আসাদুজ্জামান সিয়াম, আব্দুল কুদ্দুস সালমী, ফুফু-মৌসুমী, মমি, রেশমা আক্তার পুতুল, মিমি, আনিকা, সাঈমা শারমিন সাবা, উম্মে সওদা, উম্মে আইমান, হালিমাসহ ফুফারা এবং বড় মামা মোঃ মোস্তফা মাসুম ও মোঃ মোস্তফা মামুন-মামীরা, খালা মোছাঃ ফাহিমা বেগম ও মোছাঃ আফিফা খাতুন -খালুরাসহ সাবিতের কাজিনরা-জেসমিন, মানিক, ফিরোজ, সুমাইয়া, সালমান সাদিক সৈকত, সোমা, হাসানুল বান্না,মেঘা, রিজওয়ান, আবু হুরায়রা, মোহসিনা, সামিয়া, মুনতাসির,জিদান, হামিম, আমারা,সামাইরা, মুসফিক, আফনান, আদিবা এবং আত্মীয়-স্বজনও পড়শীরা প্রমুখ।