পাঁচ ঘন্টার কম সময়ের ব্যবধানে ইসরাইল সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ৬১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, শনিবার গভীর রাতে এনজিওটি তাদের প্রতিবেদনে বলেছে। আর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শুরু শনিবার সন্ধ্যায়।
এক সপ্তাহ আগে বিদ্রোহীরা আসাদ সরকারের পতন ঘটালে নিজস্ব নিরাপত্তার অজুহাতে তখন থেকে ইসরাইল সেখানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ।
সূত্রঃ বাসস
এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049