স্থানীয় সময় মঙ্গলবার ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে মাত্র ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৩ কিলোমিটার (২৭ মাইল) ।
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের ফলে সাগরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং ভানুয়াতুর উপকূলরেখার কিছু অংশে এক মিটার (প্রায় তিন ফুট) পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে।
ফিজি, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালুসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য স্বাভাবিক জোয়ারের পানির উচ্চতা ৩০ সেন্টিমিটার (এক ফুট) বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়।সূত্রঃ বাসস
এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049