মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪ সিলেটের টানা জয়ে উচ্ছ্বসিত দর্শকরা সুস্থ হয়ে উঠছেন বেগম খালেদা জিয়া জুলাই গণঅভ্যুত্থানের কঠোর প্রতিরোধের প্রতীক যাত্রাবাড়ি যুক্তরাষ্ট্রে দাবানলে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা : নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা দমকল কর্মীদের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম লন্ডন যেতে পারেনি চিত্রনায়িকা নিপুণ আলোর মুখ দেখছে বগুড়া বিমানবন্দর ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণঅভ্যুত্থানে শহিদদের ছয় মৃতদেহ এখনও সনাক্ত হয়নি বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা স্থিতিশীল গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর দলীয় নেতাদের বৈঠক ডেকেছেন ডেনিশ প্রধানমন্ত্রী অধিনায়কত্ব উপভোগ করছি : সোহান বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জন আহতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও ২৮ জনকে পাঠানো হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় জাসাস উত্তর খান ও দক্ষিণ খান থানার কমিটি অনুমোদন কানাডাকে অঙ্গরাজ্য করার বিতর্কিত প্রস্তাব ট্রাম্পের: ঘরে-বাইরে বিরূপ প্রতিক্রিয়া ঢাকায় গার্মেন্টস এক্সেসরিজ মেলা শুরু  নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন মেসি, সুয়ারেজের সাথে আবারো খেলতে চাচ্ছেন নেইমার লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া আব্রাহামের গোলে ইতালিয়ান কাপের শিরোপা জিতলো মিলান বায়ুদূষণ রোধে অভিযান : ২০ টি ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা শেখ হাসিনা-রেহেনা ও সন্তানদের ব্যাংক হিসাব তলব উন্নত চিকিৎসার জন্য লন্ডন ছেলের কাছে গেলেন বেগম খালেদা জিয়া  জুলাই হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল এ পর্যন্ত ১১ কোটি ৪৪ হাজার পাঠ্যবই ছাপা হয়েছে : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

অধিনায়কত্ব উপভোগ করছি : সোহান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

শেষ ওভারে ৬ বলে প্রয়োজন ছিল ২৬ রানের। স্ট্রাইকে ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিন বাউন্ডারি এবং তিন ওভার-বাউন্ডারিতে দলকে টানা ষষ্ঠ জয় এনে দিলেন দলপতি নিজেই।

এই ম্যাচ যে ক্যারিয়ারের সেরা ম্যাচ তা বলতে দ্বিধা নেই সোহানের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক বলেন, ‘এই ম্যাচটি ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে রাখতে চাই। ক্যাপটেন্সি সবসময় উপভোগ করছি। একইসঙ্গে দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দ লাগছে।’
যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ওভারে ২০ রান করতে পারার আক্ষেপ আছে। সোহান বলেন, ‘সেই ম্যাচে শেষ ওভারে ২০ রান দরকার ছিল। আমি ব্যাটে ছিলাম। ১৪ রান করেছিলাম। বাকি পাঁচ রানের আক্ষেপ ছিল। জয় নিশ্চিত করতে পারলে আজকের চেয়ে আরও বেশি খুশি হতাম।’

বৃহস্পতিবার বিকেলে দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে ফরচুন বরিশাল। কাইল মায়ার্সের অপরাজিত ৬১, তামিমের ৪০ ও শান্তর ৪১ রানে ভর করে ১৯৮ রানের কঠিন লক্ষ্য দেয় বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় রংপুর। ৬৬ রানে ৩ উইকেট হারালে হাল ধরেন ইফতেখার ও খুশদিল শাহ।

১৯তম ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। এমন পরিস্থিতিতে শেষ ওভারে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ছিলেন অধিনায়ক সোহান।

জবাবে সোহান বলেন, রাব্বি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, সে বলল মারতে পারলে এই ম্যাচে জিততে পারব। সেই থেকে মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে খেলেছি। জোনের মধ্যে বল পেয়েছি ওভার বাউন্ডারি বা বাউন্ডারি হয়েছে। দলের জন্য কন্ট্রিবিউট করতে পারছি এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া।

আজকের ম্যাচকে ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে রাখতে চান সোহান। বলেন, ‘যে কোনো ম্যাচে ব্যাট করলে ২০-৩০ রান হওয়াটা স্বাভাবিক। আমার ব্যাট থেকে ৩০ রান এসেছে। যেহেতু এই রান দলের জয়ে কাজে লেগেছে। তাই সবমিলিয়ে এই ম্যাচকে সেরা হিসেবে রাখতে চাই।’

বিপিএলে দর্শকদের আরও উপভোগ্য ম্যাচ উপহার দিতে চান সোহান। আজকের ম্যাচের মতো নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ হলে তারুণ্যের উৎসবে পৃথিবীকে বদলে দেওয়ার স্লোগানে এবারের বিপিএল আরও উৎসবমুখর হবে বলে মনে করেন তিনি।

রংপুর অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট ভক্ত লোকের সংখ্যা অনেক। ক্রিকেট নিয়ে মানুষের আবেগ বেশি। খেলা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মাঠে আসে। আমাদের কাজ তাদের আনন্দ দেয়া। প্রতিযোগিতামূলক-উত্তেজনাকর ম্যাচ যত বেশি হবে দর্শকরা তত বিনোদিত হবে।’বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *