রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার  পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ শীতে দুভোর্গে দেশবাসী আমরা সবসময়ই দুর্নীতিমুক্ত ও গণতন্ত্রকে রক্ষা করতে চাই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন ‘টাইটানিক’খ্যাত লিওনার্দো ডিক্যাপ্রিও বিয়ে করত চান না পেরেরার দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও হারলো ঢাকা ক্যাপিটাল বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম আসরের প্রথম সেঞ্চুরিয়ান উসমান খান ভেনেজুয়েলা নির্বাসিত বিরোধী প্রার্থীকে ধরতে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা আমদানি-রফতানি সহজ করতে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ উদ্বোধন করেছেন অর্থ উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে স্মৃতিচিহ্ন তৈরি করছি : গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান কম্বল কিনতে প্রধান উপদেষ্টার তহবিল ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩৩,৮৭,৫০,০০০ টাকা বরাদ্দ যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ক্রিকেটার ইমনের পরিবারের পাশে তারেক রহমান দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে নিরাপত্তাকর্মীদের বাধা শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বাড়ছে  হাইকোর্টে নতুন অধ্যায়ের সূচনা রাজধানী ও সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত বরিশালকে হারিয়ে হ্যাটট্রিক জয় রংপুরের ৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন চলতি অর্থ বছরে প্রথমার্ধে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার আধা-সরকারিপত্র কবি কাজী নজরুল ইসলামকে ‌‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে টাচেলের ইংলিশ অধ্যায় শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা শুরু  ঘন কুয়াশা ও শীতে কাবু রংপুরের জনজীবন সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ থেকে অভ্যন্তরীণ বিমান ও ১১ আগস্ট থেকে বাস ট্রেন লঞ্চ চালু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরো পাঁচ দিন তথা আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় বিধিনিষেধ বাড়ানোর এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, আগামী ১০ আগস্ট পর্যন্ত চলমান বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে ১১ আগস্ট থেকে বিধিনিষেধে কিছুটা পরিবর্তন আসবে। গণপরিবহন, দোকানপাট, শপিংমল, সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস-জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আরোপিত আগের বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন দু’টি শর্তে ৫ আগস্ট রাত ১২টা (গতকাল) থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।

দু’টি শর্তে বলা হয়েছে, শিল্প-কলকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। এ দিকে গতকাল রেল মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে। কিন্তু চলমান লকডাউন আগামী ১০ আগস্টের পর বর্ধিত করা হলে ট্রেন চলাচল বন্ধই থাকবে।

একইভাবে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, আজ শুক্রবার থেকে দেশের সব অভ্যন্তরীণ গন্তব্যে তাদের ফ্লাইট চলবে। অন্য দিকে বেসরকারি দুই এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ারও আজ থেকে অভ্যন্তরীণ রুটে তাদের ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে।

 

প্রসঙ্গত, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ গতকাল মধ্যরাতে শেষ হয়। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্পকারখানা। তবে গত ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্পকারখানা খুলে দিয়েছে সরকার। বন্ধ রয়েছে দোকানপাট ও শপিংমল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়া নিষেধ থাকলেও গত কয়েক দিন ধরে রাজধানীর রাস্তায় গাড়ি ও মানুষের চলাচল বেড়েছে।

 

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ)   বলেন, সিভিল অ্যাভিয়েশন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালানোর অনুমতি পাওয়া গেছে। সেই অনুযায়ী আগামীকাল ৬ আগস্ট (আজ শুক্রবার) সকাল ৬টা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। সকাল থেকেই টিকিট বিক্রির কার্যক্রমও শুরু হয়ে গেছে। অভ্যন্তরীণ রুটের টিকিট রিজার্ভেশনের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে সবাইকে যোগাযোগ করার জন্য তার পাঠানো বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rich Text Editor, comment