বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাহিদ হোসেন চুন্নু’র মৃত্যুবার্ষিকী পালিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিখোঁজ ঢাবি শিক্ষার্থী ফিরে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘লজ্জা’ নাটকটি নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবির পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান ২০২৫ সালের স্পোর্টস ক্যালেন্ডার বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন : বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রেস সচিব আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি : আরশ খান চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২০ ও ২৭ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ২১ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নাইজেরিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ দাপুটে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর মাঠে নামছে বাংলাদেশ লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা দুর্নীতি প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ নব্বই দশকের শুরুতে রুপালি জগতে পা রাখেন চিত্রনায়িকা শাবনূর ‘ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ-২০২৪’ এ রিয়াল চ্যাম্পিয়ন

জনশক্তি রফতানি কমেছে বাড়ছে শ্রমিক ভোগান্তি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

বিশ্বে করোনা মহামারী শুরুর পর থেকে বিদেশগামী কর্মী যাওয়ার হার তুলনামূলক কমছে। অন্য দিকে বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে শ্রমিকরা বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে দুই লাখেরও কম শ্রমিক বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। বিগত সময়ের চেয়ে এই সংখ্যা অনেক কম। এর মধ্যে জানুয়ারি থেকে এপ্রিল-২০২১ পর্যন্ত সময়ে শ্রমিক যাওয়ার হার অন্য সময়ের চেয়ে মোটামুটি ঠিক থাকলেও মে মাসে অর্ধেকেরও অনেক কম শ্রমিক গেছে। যদিও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তৈরি করা পরিসংখ্যানে জুন ও জুলাই মাসে কতজন শ্রমিক বিদেশে গেছেন, সেই তথ্য উল্লেখ নেই।
অভিবাসন বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় শ্রমবান্ধব দেশ সংশ্লিষ্টরা কর্মী নেয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না। তবে এ দুরবস্থার মধ্যেও একমাত্র সৌদি আরবেই এখনো সবচেয়ে বেশিসংখ্যক কর্মী যাচ্ছে। অনেক দিন থেকেই গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) কয়েকটি দেশের শ্রমবাজার বন্ধ হয়ে আছে।
 
চলতি বছরের সাত মাসে জনশক্তি রফতানি বেড়েছে না কমেছে, এমন প্রশ্নের উত্তরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম গতকাল  বলেন, এখনো কর্মী যাওয়ার ফ্লো টা ভালো আছে। সৌদি আরব রানিং আছে। আস্তে আস্তে কুয়েতসহ কয়েকটি দেশে কর্মী যাচ্ছে। ইউরোপের কিছু কিছু দেশেও যাচ্ছে।


তিনি বলেন, সারা বিশ্ব যেখানে অচল হয়ে আছে, সেখানে আমাদের কর্মী যাওয়ার অবস্থা মন্দের ভালো বলে আমি মনে করি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার তো অনেক দিন ধরে বন্ধ। তার পরও আমরা খুবই আশাবাদী। কোভিডে বিভিন্ন দেশের অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে। আবার জেগে ওঠার জন্য বিদেশে অনেক শ্রমিক লাগবে। সুতরাং ফ্লাইট চালু হলেই পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের কর্মীদের চাহিদা বাড়বে।
 
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে মোট কর্মী গেছে এক লাখ ৯৫ হাজার ২৪০ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ৩৫ হাজার ৭৩২ জন, ফেব্রুয়ারি মাসে ৪৯ হাজার ৫১০ জন, মার্চ মাসে ৬১ হাজার ৬৫৩ জন, এপ্রিল মাসে ৩৪ হাজার ১৪৫ জন ও মে মাসে মাত্র ১৪ হাজার ২০০ জন কর্মী পাড়ি জমান। এর মধ্যে সৌদি আরবেই গেছে এক লাখ ৪৪ হাজার ৩৯৪ জন কর্মী। আর সর্বনিম্নে রয়েছে মালয়েশিয়া ১৪ জন, কুয়েত ৩০ জন, বাহরাইন ৯ জন, লিবিয়া তিনজন, জাপান তিনজন, ব্রুনাই ১০ জন, মরিশাস ১৪ জন ও ইরাকে তিনজন শ্রমিক যাওয়ার রেকর্ড রয়েছে। অন্য দিকে এ সময়ে নারীশ্রমিক গেছে ২৮ হাজার ৮২৪ জন। এর মধ্যে সৌদি আরবেই গেছে ১৮ হাজার ৪৩৭ জন।

এ দিকে করোনার এই দুঃসময়ে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা প্রতিনিয়ত পাসপোর্টসহ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত বলে অভিযোগ পাওয়া গেছে। এসব ব্যাপারে বিদেশের মিশনে দায়িত্বরতদের বিশেষ করে শ্রম উইংগুলোতে আরো বেশি তৎপর হওয়া দরকার বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা।
 
গত ৪ এপ্রিল রাত আড়াইটার ফ্লাইটে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন পাবনার বাসিন্দা আইয়ুব আলী। তিনি অভিযোগ করেন, বর্তমানে মালয়েশিয়ায় কঠোর লকডাউনের মধ্যেও সেখানকার পুলিশ অপারেসি (ধরপাকড় অভিযান) চালাচ্ছে। এর মধ্যে অবৈধদের দেশত্যাগে দেশটির সরকারের দেয়া সুযোগ নিতে গিয়ে রাস্তায় অনেকেই পুলিশের হাতে হয়রানির শিকার হতে হচ্ছে। এর পরও যারা দেশে ফেরত যেতে হাইকমিশন থেকে আউটপাস সংগ্রহে যাচ্ছেন, তাদের অনেকেই সেখানে যাওয়ার পর ভোগান্তির শিকার হচ্ছেন।

মূলত হাইকমিশনের আশপাশে দালালদের উৎপাত আশঙ্কাজনকহারে বেড়েছে জানিয়ে তিনি বলেন, আমার বন্ধুর পাসপোর্ট হারিয়ে গেছে। তার জন্য হাইকমিশনে গেলে সেখান থেকে আমাদের পাঠানো হয় হাইকমিশনের আরেকটি শাখায়। সেখানে পাসপোর্টের কাজ হয়। ওই অফিসের আশপাশে দালালরা এসে ধরে পাশের দোকানের ভেতরে নিয়ে ফরম পূরণ করতে। তারা ৪৪ রিংগিটের ব্যাংক ড্রাফটসহ ফরম পূরণ করা বাবদ ১০০ রিংগিট করে আদায় করছে। পরে তাদের কথামতো আবার হাইকমিশনের নির্ধারিত কাউন্টারে গেলে সেখানে পড়তে হয় আরেক ভোগান্তিতে। কাউন্টারে লোক থাকে না। এসব বিষয় কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে তিনি মনে করেন। যদিও হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, প্রবাসী ভাইবোনদের প্রত্যাশা অনুযায়ী পাসপোর্টসহ সব ধরনের সেবা প্রদানে হাইকমিশন সবসময় বদ্ধপরিকর। শুধু মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকরা হয়রানি হচ্ছেন, তা কিন্তু নয়। একই চিত্র বিরাজ করছে কুয়েত, দুবাই, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

কুয়েতের বসবাসরত মো: হান্নান শাহ দূতাবাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন, ‘আমার পাসপোর্ট ডেলিভারি দেয়ার তারিখ ছিল ১১ জুলাই। কিন্তু এখন পর্যন্ত তো পাসপোর্ট রেডি হয়েছে কি না তার কোনো আপডেট পাইনি। প্লিজ একটু জানাবেন। আমার আকামার মেয়াদ শেষ হবে যাবে ২২ আগস্ট।
 
একইভাবে সোহেল উদ্দিন নামের কুয়েত প্রবাসী আরেক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবাসীদের হাতে পাসপোর্ট পেতে সময় লাগে ৯০ দিন। কিন্তু ওই পাসপোর্ট আপনাদের কাছে বাংলাদেশ থেকে চলে আসে ৭০ দিন পর। কেন আপনারা প্রবাসীদের পাসপোর্ট ২০ দিন আপনাদের কাছে রেখে দিচ্ছেন। ইদানীং পাসপোর্ট নিয়ে হয়রানি দিন দিন বেড়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একই অবস্থা বিরাজ করছে কাতারের বাংলাদেশ দূতাবাস, দুবাই কনসাল জেনারেলের শ্রম কাউন্সেলর দফতরসহ বেশ কয়েকটি শ্রমবান্ধব দেশের মিশনগুলোতে। এসব মিশনের বেশির ভাগ সমস্যাই পাসপোর্ট ডেলিভারি-সংক্রান্ত।সূত্র: নয়াদিগন্ত

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *