জানা গেছে, সকাল ৬টায় ওই এলাকায় নাটোরগামী একটি সাদা মাইক্রোবাস পেছন থেকে সালমা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কুন্দার হাট হাইওয়ে থানা পুলিশ এসে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
কুন্দার হাট হাইওয়ে থানার এসআই সুলতান মাহমুদ জানান, ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পরিবারের কাছে দেওয়া হয়েছে। মাইক্রোবাস চালককে আটক করা সম্ভব হয়নি।