জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস রংপুর মহানগর এর কর্মীসভা আজ বিকেলে রংপুর জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুজ্জামান সামু বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের সমন্বয়ে গঠিত হবে এবং মানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দেশনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন। তিনি বলেন, সারাদেশে ছড়িয়ে থাকা শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবীসহ সংস্কৃতিমনা ব্যক্তিবর্গদের নিয়ে জাসাস এর কমিটি গঠন করা হবে। আগামীদিনে জাসাস সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করে দেশীয় সংস্কৃতি বহির্বিশে^ তুলে ধরবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আর্দশ ধারণ করে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এর নেতৃত্বে ‘হঠাও মাফিয়া-বাঁচাও দেশ, টেইক ব্যাক বাংলাদেশ’ স্লোগানে উদ্দীপ্ত হয়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’কে মুক্ত করতে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে জাসাস অগ্রগামী ভূমিকা পালন করবে।
সভা উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম আহবায়ক ও রংপুর টিম (সাংগঠনিক কমিটি) এর আহবায়ক মোঃ ফেরদৌস ফকির। সভায় সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও রংপুর টিম (সাংগঠনিক কমিটি) এর সদস্য মোঃ নাহিদ উল্লাহ চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রইচ আহমেদ, রংপুর মহানগর বিএনপি’র সহ-সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, জাসাস কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম আহবায়ক এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন প্রমুখ।