এই আটটি দেশ হলো আলবেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।
এই দেশগুলোর নাগরিকেরা অনলাইনের মাধ্যমে কিংবা দেশটির যেকোনো বন্দরে পৌঁছার পর এ ধরনের ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসার আওতায় মধ্যপ্রাচ্যের দেশটি ঘুরে দেখার পাশাপাশি তারা ওমরাহ করতে পারবেন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে এমনকি ব্যবসায়িক কাজেও অংশ নিতে পারবেন।
দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, ‘নতুন আটটি দেশে ই-ভিসা সম্প্রসারিত করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের জন্য তার দরজা খুলে দেওয়ার পথে এবং এখানে আসা দর্শনার্থীদের ভ্রমণ সহজ করায় আরও একটি ধাপ এগিয়ে গেল।’
সূত্র : আরব নিউজ,আরাবিয়ান বিজনেস