লো-স্কোরিংয়ের কারণে বিপিএলের সর্বশেষ কয়েক মৌসুম নিয়ে হতাশ ছিলো ভক্তরা। লো-স্কোরিংয়ের জন্য উইকেটকে দোষারোপ করা হলেও স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স আশানুরুপ ছিলো না।
যেহেতু বিপিএল পুনর্গঠনের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তামিম মনে করেন বিপিএল সফল করতে খেলোয়াড়দেরও দায়িত্ব নেওয়া দরকার।
তামিম বলেন, ‘টুর্নামেন্ট কেমন হবে সেটি নির্ভর করে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর। এটা আয়োজকদের উপর নির্ভর করে না। কারণ সুযোগ-সুবিধা, সেরা উইকেট, সেরা ধারাভাষ্যকার, সেরা ক্যামেরা ও সেরা প্রযুক্তি দেওয়া আয়োজকদের কাজ। যারা দায়িত্বে আছেন, এগুলো তাদেরই কাজ। কিন্তু তারা কখনও ম্যাচ নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারবে না। সেটা ২শ রানের খেলা হোক বা ৬০ রানের, সেটার দায়িত্ব নিতে হবে দল ও খেলোয়াড়দের। এর বাইরে যা কিছু হোক এগুলো আয়োজকদের দায়িত্ব। তারা যদি তাদের কাজ ভালো করে, আমরা যদি আমাদের কাজ ভালো করি, তাহলে এটি একটি সফল টুর্নামেন্ট হবে।’
বিপিএলে ক্রিকেটে আরও বেশি বিনিয়োগের ওপর জোর দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘বিপিএল পরিবর্তনের চাবিকাঠি হল ক্রিকেট এবং টুর্নামেন্টে আরও বেশি বিনিয়োগ করা।’
গত বছর তামিমের অধীনে প্রথমবারের মত বিপিএলের শিরোপা জিতে ফরচুন বরিশাল। গত আসর থেকেই জাতীয় দলে অনুপস্থিত আছেন তামিম। এ বছর শিরোপা ধরে রাখতে চায় তার দল।
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল।সূত্রঃ বাসস
এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049