মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪ সিলেটের টানা জয়ে উচ্ছ্বসিত দর্শকরা সুস্থ হয়ে উঠছেন বেগম খালেদা জিয়া জুলাই গণঅভ্যুত্থানের কঠোর প্রতিরোধের প্রতীক যাত্রাবাড়ি যুক্তরাষ্ট্রে দাবানলে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা : নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা দমকল কর্মীদের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম লন্ডন যেতে পারেনি চিত্রনায়িকা নিপুণ আলোর মুখ দেখছে বগুড়া বিমানবন্দর ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণঅভ্যুত্থানে শহিদদের ছয় মৃতদেহ এখনও সনাক্ত হয়নি বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা স্থিতিশীল গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর দলীয় নেতাদের বৈঠক ডেকেছেন ডেনিশ প্রধানমন্ত্রী অধিনায়কত্ব উপভোগ করছি : সোহান বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জন আহতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও ২৮ জনকে পাঠানো হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় জাসাস উত্তর খান ও দক্ষিণ খান থানার কমিটি অনুমোদন কানাডাকে অঙ্গরাজ্য করার বিতর্কিত প্রস্তাব ট্রাম্পের: ঘরে-বাইরে বিরূপ প্রতিক্রিয়া ঢাকায় গার্মেন্টস এক্সেসরিজ মেলা শুরু  নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন মেসি, সুয়ারেজের সাথে আবারো খেলতে চাচ্ছেন নেইমার লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া আব্রাহামের গোলে ইতালিয়ান কাপের শিরোপা জিতলো মিলান বায়ুদূষণ রোধে অভিযান : ২০ টি ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা শেখ হাসিনা-রেহেনা ও সন্তানদের ব্যাংক হিসাব তলব উন্নত চিকিৎসার জন্য লন্ডন ছেলের কাছে গেলেন বেগম খালেদা জিয়া  জুলাই হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল এ পর্যন্ত ১১ কোটি ৪৪ হাজার পাঠ্যবই ছাপা হয়েছে : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

আলোর মুখ দেখছে বগুড়া বিমানবন্দর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

দুই যুগ পরএবার  বগুড়ায় বিমানবন্দরটি আলোর মুখ দেখছে। এটি চালু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। 

এ বিষয়ে বিমান বাহিনীর প্রধান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা সম্ভাব্যতা যাচাই করে আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিনের লাল ফাইলে বন্দি থাকা বিমানবন্দরটির চালুর খবরে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষের মধ্যে শুরু হয়েছে আনন্দ-উল্লাস।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বগুড়ায় বিমানবন্দর স্থাপনে প্রথম উদ্যোগ নেয়া হয় ১৯৮৭ সালে। কিন্তু নানা জটিলতায় সেই উদ্যোগে ভাটা পড়ে। 

এরপর ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধন্ত চূড়ান্ত হয়।

সে সময় ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। এরপর ১৯৯৫ সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ১১০ একরজমি অধিগ্রহণ করা হয়।

১৯৯৬ সালে সেখানে প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু করা হয়। ওই প্রকল্পের কাজ শেষ হয় ২০০০ সালে। ওই সময় থেকে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ওঠানামা করে। পর্যায়ক্রমে এখানে বেসামরিক বিমান চলাচলের ব্যবস্থা করার কথা ছিল।

এরপর বেশ কয়েক বছর আগে বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে মন্ত্রণালয়ের নির্দেশে চার সদস্যের
কমিটি গঠন করে বেবিচক। বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর প্রস্তাবনার আলোকে  সম্ভাব্যতা যাচাইপূর্বক স্বয়ংসপম্পূর্ণ প্রতিবেদনসহ মতামত দিতে বলা হয় কমিটিকে।

কমিটির সদস্যরা বিমান বন্দরএলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদনও দাখিল করেন।

কিন্তু বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি হওয়ায় সেটি আমলে নেয়া হয়নি। এবার সেটিও আমলে নেওয়া হবে।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বগুড়া শিল্প, শিক্ষা, ও ব্যবসা-বাণিজ্যে অন্যান্য জেলার চেয়ে অনেকখানি এগিয়ে। তাই বিমানবন্দর চালু হলে শুধু বগুড়া নয় পুরো উত্তরাঞ্চলে উন্নয়নের পরিবর্তন ঘটবে।

বিমানবাহিনীর সূত্র বলছে, বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে চালুর জন্য যাত্রা শুরু করলেও গত প্রায় দুই যুগ ধরে ফ্লাইং ইন্সট্রাকটর স্কুল হিসেবে বিমান বাহিনীতে ব্যবহার হচ্ছে এ বিমানবন্দরটি। এতে রানওয়ে ৪৫০০ ফুট। যা শুধু ছোট আকারের বিমান ওঠানামার জন্য উপযুক্ত। বাণিজ্যিকভাবে বিমান চলাচলের  জন্য অন্তত ৬০০০ ফুট রানওয়ে দরকার। বিগত সময়ে বাণিজ্যিকভাবে বিমান ওঠানামা নিয়ে একাধিকবার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু বিগত সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

রেববার সকালে বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করার সম্ভাব্যতা যাচাই করতে বগুড়া বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর করিব ভুইয়াসহ আরও অনেকে।

পরিদর্শন শেষে গণমাধ্যমকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, এটি একটি এয়ারফিল্ড। এখনও এখানে ছোট বিমান নামাতে পারবো।

এখানে বিমান ওঠানামা করাতে রানওয়েটি রিকার্পেটিং করাতে হবে। রানওয়ে ৬০০০ ফুট পর্যন্ত সম্প্রসারণ করা গেলে দেড় বছরের মধ্যে ছোট  বিমান ওঠানামার জন্য প্রস্তুত করা যাবে এ বিমানবন্দরটিকে। আমরা সরকারের কাছে বিষয়টি  জানাবো।বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *